মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
রূপগঞ্জ উপজেলার কল্পনা -ঊষা স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।
সভায় বক্তব্য রাখেন কল্পনা -ঊষা স্মৃতি সংস্থার কর্মকর্তা শ্রাবণী দে শিক্ষক রোমানা আক্তার নুরুন্নাহার আক্তার লিপি আক্তার শামসুন্নাহার আক্তার, নিগার সুলতানা আশীকা পারভিন মোঃ আল আমিন মিয়া মোহাম্মদ আরিফ হোসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রথম শ্রেণির সাকিন দ্বিতীয় শ্রেণির খন্দকার শোয়াইব তৃতীয় শেণির আশেকী আফসারী ইরানী চতুর্থ শ্রেণির ফাতেমা ইসলাম পঞ্চম শ্রেণির সারা হাসনাত ও মাসফিনা জান্নাত মাইমা প্রমুখ।পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সনদপত্র সম্মাননাপদক গাছের চারা মুক্তিযুদ্ধের গল্পের বই ও কলম বিতরণ করা হয়।

















