
রাজধানীর মিরপুর পল্লবীর শীর্ষ নারী মাদক কারবারি ফাতেমা বেগম ফতু সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-৬, বাসা-১৫ বাউনিয়াবাধ এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ফাতেমা বেগম ফতু সহ তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১৬ টি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এস আই আনোয়ার ও মাহমুদ হাসানের দুইটি টিম তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা মাদক কারবারি পালানোর চেষ্টা করে। পরে মহিলা পুলিশের তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফাতেমা বেগম অরফে ফতুর বিরুদ্ধে আগেরও ১৬টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন একাধিকবার। প্রতিবারই জামিনে বের হয়ে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। উপপরিদর্শক (এস আই) মাহমুদ হাসানের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, পল্লবী থানার এলাকায় অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে। এই মাদক ব্যবসায়ীদের নির্মুল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মাদক বিরোধীদের গ্রেফতার অব্যাহত রয়েছে।