প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ১২:৪৬ পি.এম
রেমালের আক্রমনে লন্ডভন্ড মোরেলগঞ্জ।।

মোরেলগঞ্জ-বাগেরহাট-প্রতিনিধি।।
রেমালের আক্রমনে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরুপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতি হয়েছে কয়েক শত কোটি টাকার।
রোববার রাতে রেমালের আক্রমনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১০ হাজার মৎস্য ঘের সম্পূর্ণ বিধ্বস্থ হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ৩০ হাজারের বেশি বসত ঘর। ঝড়ে প্রায় ৫০ হাজার গাছ পড়েগেছে। এরমধ্যে ৫ শত গাছ বিদ্যুতের তারের ওপর পড়েছে। প্রায় ৮ শত কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২শত বিদ্যুতের মিটার ভেঙ্গে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলাবাসী বিদ্যুৎ বিহীন আছে ৬০ ঘন্টার বেশি।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান- উপজেলার ১শ ২০ কি. মি. পাকা রাস্তা বিধ্বস্থ হয়েছে এবং ৪ শত কি. মি.কাঁচা রাস্তা পানিতে তলিয়ে পানির সাথে মিশে গেছে। তিনি বলেন- দেড় শত কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন- ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত কোন তালিকা দেয়নি- তবে ২- ১ দিনের মধ্যে সম্পূর্ন তালিকা পাওয়া যাবে।
ক্ষতি হয়েছে মৎস্য সেক্টরে। বিভিন্ন ইউনিয়নের চিংড়ি ও সাদা মাছের ১২ হাজারের বেশি মৎস্য ঘের পানিতে ভেশে গেছে।
মারা গেছে হাজার হার মুরগি। মুরগি খামারিরা তাদের মুরগি সময় মতন সরিয়ে নিতে পারেনি। একজন খামারি মো. আব্দুল আলী বলেন- তার ১৮ শ ডিমপাড়া মুরগি পানিতে ডুমে মারা গেছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যার মো. হুমায়ুন কবির মোল্ল্যা বলেন- তার ইউনিয়নে ১ হাজারের বেশী ঘর সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। ১ শ কি. মি. কাচা- পাকা রাস্তা ভেশে গেছে। মানুষ চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২