প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ২:২৩ পি.এম
তিতাসে বলগেটের ধাক্কায় সেতু ভেংগে নদীতে, জনসাধারণের চরম ভোগান্তি।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে গোমতী নদীতে কাঠের বিকল্প সেতুটি বালুবাহী বলগেটের ধাক্কায় ভেঙে গেছে।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় এক লক্ষাধিক মানুষ পায়ে হেটে চলাচল বন্ধ হয়ে গেছে।এ নদী দিয়ে প্রতিদিন অসংখ্য বালুবাহী বলগেট চলাচল করে।গতকাল বুধবার বিকালে দুটি বালুবাহী বলগেট প্রতিযোগিতা করতে গিয়ে সেতুটির নীচে মুখোমুখি সংঘর্ষে কাঠের তৈরি সেতুটি ভেঙে যায় ।
সেতুটি ভেঙে পড়ার পর থেকে প্রায় এক লক্ষাধিক মানুষ আসমানিয়া বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।জানা গেছে উপজেলার বাতাকান্দি জিসি-রায়পুর ভায়া মাছিমপুর ৭৫.০৬ মিটার দীর্ঘ পিএসসি এবং আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ হাতে নেয় উপজেলা কতৃপক্ষ।তাই গোমতী নদীর উপরে পুরাতন স্টিলের নরভরে সেতুটি সরিয়ে নিয়ে তার পাশেই মানুষের বিকল্প চলাচলের জন্য একটি কাঠের তৈরী বেইলি সেতু নির্মাণ করা হয়। এই সেতুটি দিয়েই মানুষ চলাচল করছিল।
স্থানীয় পথচারীরা জানান- আমরা প্রতিদিন আসমানিয়া বাজারে এই বেইলি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে আসছি।আজ এভাবে ব্রিজটি ভেঙে পড়ায় আমরা দুশ্চিন্তায় আছি।বিকল্প নৌকায় যাতায়াত করতে গলে এখন টাকা গুনতে হবে কিভাবে বাজারে যাতায়াত করবো চিন্তায় আছি।এ ব্যাপারে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন- দুটি বালুবাহী বলগেটের ধাক্কায় কাঠের ব্রিজটি ভেঙে যায়।একটি শিপ ব্রিজের নিচে আটকিয়ে আছে- আমি ওই ব্রিজটি পরিদর্শন করে এসেছি- কিছুক্ষণের মধ্যেই ঠিকাদার ও ইঞ্জিনিয়ার আসবে তাদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিব।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন- দুটি বলগেটের প্রতিযোগিতায় ওই বেইলি ব্রিজটি ভেঙে যায়,আমি পরিদর্শন করেছি- আপাতত মানুষের চলাচলের জন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছি। দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যাবস্থা করব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২