প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ১১:২৭ এ.এম
রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার-দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার একটি মাদ্রাসার জমি জালিয়াতি করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার -৩০ মে- দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা রোডে তারা এ কর্মসূচী পালন করেন। এসময় বক্তব্য রাখেন- মাদ্রাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম- মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নূর সালাম- মোহাম্মদ আলী- কাজী শফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন- দ্বীন মোহাম্মদ নামে এক ব্যাক্তি ১৯৭৩ সালে মাঝিনা মৌজার ১২ শতাংশ জমি ১২৫২ দাগে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফাহ করে দেয়। স্থানীয় জমির দালাল নবী হোসেন নামে একজন খারা দলিল করে মনির হোসেন নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করে দেয়। আমরা মাদ্রাসার জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২