ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জজ মিয়া -২৭- নামে এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার -৮ জুন- দিনগত রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -বাকৃবি- নিরাপত্তা জোন-৩ এর অন্তর্গত একটি পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
জজ মিয়া কোতোয়ালি মডেল থানা এলাকার সুতিয়াখালি গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ- তদন্ত- আনোয়ার হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই মো.কামরুল হাসান- এসআই আনোয়ার হোসেন- এসআই দেবাশিষ সাহা,এএসআই আবু সায়েম জানতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় অস্ত্র কেনাবেচা চলছে।তাৎক্ষনিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -বাকৃবি- নিরাপত্তা জোন-৩ এর অন্তর্গত একটি পুরাতন টিন শেডের সামনে জজ মিয়া নামে যুবককে গ্রেফতার করেন তারা।এ সময় অভিযান পরিচালনাকারী দলটি জজ মিয়ার কাছ থেকে আমেরিকার তৈরী ম্যাগাজিনসহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করে।এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং-১৯,তাং ৮-৬-২৪ইং দায়ের করা হয়েছে।
জনাব আনোয়ার আরও বলেন-আগ্নেয়াস্ত্রটির উৎস-ক্রেতা-বিক্রেতা এবং এর ব্যবহার সম্বন্ধে জানতে সাত দিনের রিমান্ড আবেদনসহ আসামী জজ মিয়াকে রবিবার বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮