
শরিফুল ইসলাম নড়াইল।।
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে আকিব মোল্যা (২০) নামে এক কলেজ ছাত্র কে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় রাতেই লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১০জুন) রাত ৯টার দিকে মঙ্গলহাটা মধ্য পাড়া গ্রামের আবু কালাম আজাদ মোল্যার ছেলে লোহাগড়ার নবগঙ্গ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র আকিব মোল্যা কে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে একই গ্রামের রাকিব মোল্যার বাড়ির পাশে রাস্তার উপর পূর্ব থেকে উৎপেতে থাকা ৬/৭ জন দুর্বৃত্তরা তাকে ধরে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে তার মোবাইল ফোনটা নিয়ে পালিয়ে যায়। আহত আকিব মোল্যার চিৎকারে আশ-পাশের বাড়ীর লোকজন ও তার মা দৌড়ে আসলে দুর্বৃত্তরা তাকে পেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। আকিব মোল্যার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে তবে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অভিসার ইনচাজর্ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,ঘটনা ঘটেছে শুনেছি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে, এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।