
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের প্রতিবন্ধী আব্দুল আলীমেরপ্রতিষ্ঠানে ব্যবসা আগুন দেয়ার ঘটনায় দোষি ব্যক্তিকে গ্রেপ্তার ও ক্ষতি পুরুণের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসি।
শুক্রবার বেলা ১১টার দিকে ওই প্রতিবন্ধীর পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে এলাকার নারী ও শিশুরাও অংশ গ্রহন করেন।
মানব বন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি প্রতিবন্ধী আব্দুল আলীমসহ এলাকার লোকজন বক্তব্য রাখেন। বক্তারা আব্দুল আলীমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো ব্যক্তিকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আব্দুল আলীম তার দোকানের মালামাল বাকি দেন গ্রামের সিরাজ ও জাহিদকে।
পাওনা টাকা চাওয়ায় বাকবিতান্ড হয়। ওই রাতেই তারা দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যাই। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। দোকানঘর ও মালামালসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ি আব্দুল আলীম।