
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে শত্রæতার জের ধরে রাজু মোল্লা নামে এক কৃষকের ৩শ’ ফলন্ত করল্লা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে ।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু মোল্লা জানান, মাত্র সাড়ে ৪ হাজার টাকার সম্মানিতে তিনি এলাকার মসজিদে ইমামতি করেন। এই সামান্ন সম্মানিতে তার সংসার চলে না। তাই ইমামতির খেদমতের পাশাপশি ১৫/২০ বছর ধরে কৃষি কাজ করে অসুস্থ বৃদ্ধ বাবা-মা’সহ ৫ সদস্যের পরিবারের ভরন পোষনের জোগান দিয়ে কোনমতে সংসার চালিয়ে আসছেন। বাবার ১০ কাটা জমিতে চলতী মৌসুমে করল্লা চাষ করে ভাল ফলন পেয়েছিলেন। কিন্তু তার সব শেষ করে দিলো প্রতিপক্ষ দুর্বৃত্তরা। চাচাতো ভাইদের সঙ্গে জমি-জমা বিরোধ রয়েছে এ বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে কৃষক রাজু মোল্লা ধারনা করছেন।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে ৩৭ কেজি করল্লা বিক্রি করেছেন। যে ভাবে ফলন হয়েছে তাতে তিনি চলতি মৌসুমে করল্লা বিক্রি করে অর্ধ লক্ষাধিক টাকা আয় করতে পারতেন। দুর্বৃত্তরা করল্লা গাছ কেটে দেয়ায় এখন কিভাবে তিনি সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় হিমসিম খাচ্ছেন।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারকে জানানো হয়েছে। এলাকার লোকজন ইউপি চেয়ারম্যানের কাছে ঘটনাটি তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান বলেন, কৃষক রাজু মোল্লার করল্লা ক্ষেত বিনষ্টের ঘটনাটি অমানবিক। বিষয়টি তাৎক্ষনিক শুনে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে সরেজমিনে পাঠানো হয়েছে।