
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জে শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল
১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মোঃ মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ মোঃ মমিনুল হক, নির্বাহী প্রকৌশলী, সওজ বিভাগ মোঃ আশরাফুল ইসলাম, সুনামগঞ্জসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অলোচনা অনুষ্ঠানের পাশাপাশি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করা হয়