
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জে ছাতক উপজেলার চরমহল্লা ইউপি’র এসডিজি লক্ষ্য ভিত্তিক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মশালা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হাসনাত । দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি হারান চন্দ্র ধর এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব ভূপতি রঞ্জন দেব । উপস্থিত ছিলেন ইউ,পি সচিব বকুল মালাকার,ইউ,পি সদস্য ছালেহ আমহদ,নাসির উদ্দিন,নুর উদ্দিন,অজিত কুমার দাশ,আখল আলী,আব্দুল মতিন,গিয়াস উদ্দিন,ইউ,পি সদস্যা আনোয়ারা বেগম,সায়মা বেগম।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, সীমান্তিক নতুন দিন এর সি এম বিউটি কর, ভিডিটির সভাপতি আব্দুল হাই, ভিডিটির সভাপতি আপ্তাব উদ্দিন,সুজন এর সাধারন সম্পাদক আব্দুর রহমান ও নারীনেত্রী রাবিয়া বেগম,আনোয়ারা বেগম,ভিডিটির সাধারণ সম্পাদক ও ইয়ূথ ফখর উদ্দিন,ভিডিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন নারীনেত্রী আম্বিয়া বেগম, কন্যা শিশু কমিটির সাধারণ সম্পাদক তাছবিদা বেগম,কোষাধ্যক্ষ আয়শা বেগম সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। কর্মশালর লক্ষ্য উদ্দেশ নিয়ে আলোচনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজ্জামেল হক, তিনি বলেন এসডিজি- স্থায়ীত্ব শীল উন্নয়নের লক্ষে, স্থানীয় সরকার শক্তিশালী করণ উপলক্ষে কর্মশালা অনুষ্টিত হয়। এছাড়া গ্রামের প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনা করেন, যেমন- নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খান, রাস্তা নির্মাণ, পরিবেশ ভারসম্য রক্ষা, সচেতনতা মুলক সভা, দক্ষতা বৃদ্ধি মুলক প্রশিক্ষণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়