
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালিয়াকৈর রেন্জের অধিনে চন্দ্রা বিটের কালামপুর মৌজায় সরকারি বনের জমিতে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাযায়, উপজেলার কালিয়াকৈর পৌরসভা এলাকার কালামপুর মৌজায় ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ওসমান আলীর ছেলে মো. আবুল কাসেম কালিয়াকৈর রেঞ্জের অধীনে চন্দ্রা বিটের কালামপুর মৌজার সিএস এবং এসএ -১৪৬ দাগে, আরএস -৩৪৫ দাগে সরকারি বনের জমিতে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করতেছে ।
সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের মোটা অংকের উৎকুচ দিয়ে ওই সরকারি বনের জমিতে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম দুলন বলেন ,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















