
রাজধানীর বংশাল ও হাতিরপুলে অনুমোদনহীন ঔষধ মজুদ ও বিক্রয় করার অপরাধে ৩২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবে’র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে র্যাবে’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে তিনি ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ লক্ষ বিশ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব ১০’র সিপিসি-১ যাত্রাবাড়ী কমান্ডার সাইফুল ইসলাম জানান, রাজধানী বংশাল ও হাতিরপুল এলাকায় বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ঔষধ মজুদ ও বিক্রয় করে আসছিল। এই অপরাধে সজিব ড্রাগ হাউজ’কে নগদ- ১ লক্ষ টাকা, রহিম ড্রাগ হাউজ’কে নগদ- ১০হাজার টাকা, তৃরতে মেডিসিন কর্নার’কে নগদ- ১ লক্ষ টাকা, রহিম এন্টারপ্রাইজ’কে নগদ- ১০ হাজার টাকা, সততা মেডিসিন কর্নার’কে নগদ- ১০লক্ষ ও জুপিটার হেলথ কেয়ার’কে নগদ- ২০ বিশ লক্ষ টাকা জরিমানা করেছেন র্যাবে’র ভ্রাম্যমাণ আদালত।























