
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বকসী বাড়ি -চন্দ্রা সড়কে সানাইদা পাড়া এলাকায় সংযোগ সড়ক না থাকায় খালের ওপর নির্মিত কালভার্টটি জনসাধারণের কোনো কাজে আসছে না। বিগত ১৬ বছরেও বন্যায় ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কটি পূনঃনির্মাণ করা হচ্ছে না। ফলে জনসসাধারণের চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে ঘুরে জানাযায়, উপজেলার ৫ নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুল কাদের ও সানাই গ্রামের বাসিন্দা মো. মজিবর মাতাব্বর জানান, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে ২০০৭ সালে সানাইদা পাড়া খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণের কিছু দিন পর বন্যার পানির শ্রোতে কালভার্টের দক্ষিণ পাশে ৩০০ গজ ও উত্তর পাশে ২০০ গজ সড়কের ব্যাপক ক্ষতি হয়। কালভার্টের দক্ষিণ পাশে সড়কের বেশ কিছু অংশে গভীর খাদের সৃষ্টি হয়। দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও খাদে মাটি ভরাট করে সড়কটি চলাচল উপযোগী করা হয় নাই। ফলে স্কুল কলেজের শিক্ষার্থিসহ এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ রয়েই গেছে। শ্রীফলতলী ইউনিয়নের সানাইদা পাড়া,নাওলা,গুঠুরি ও বড়দলসহ পার্শ্ববতি বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. বাবুল হোসেন, বড়দল গ্রামের টিপু খান,জিন্না মন্ডল ও গুঠুরি গ্রামের সেলিম হোসেন জানান, শ্রীফলতলী ইউনিয়নের সানাইদা পাড়া,নাওলা,গুঠুরি ও বড়দল গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কালভার্টটি নির্মাণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ সংযোগ সড়কটি মেরামত না করায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। স্থানীয়রা প্রয়োজনে জনস্বার্থে ঐ কালভাটটি ভেঙ্গে আরেকটি কালভার্টের চেয়ে বড় ব্রীজ নির্মাণ করার দাবী জানিয়েছে।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিবর রহমান চরম জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অপরিকল্পিত ভাবে নির্মিত সানাইদা পাড়া কালভার্টটি ভেঙ্গে ৫০ফুট দীর্ঘ একটি ব্রীজ নির্মাণের জন্য শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই কালিয়কৈর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

















