জুনায়েদ আহমেদ আকাশ, প্রতিনিধি এইচবিসি।।
একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে নতুন ফায়ার সার্ভিস সিভিল স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা মোড়ে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম সাদেক, উপদেষ্টা মোঃ সোহেল মিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মহসিন ইসলাম। সভাপতি এস এম জামান,সাধারণ সম্পাদক মোঃ গোলাম শহিদুল,রমজান, পারভেজ,ফিরোজ,তৌকির,বেলায়েত, আরিফ, রবিউল সহ সর্বস্তরের জনগণ। এ সময় সংগঠনের সভাপতি এস এম জামান বক্তব্যে জানান,”আর কত মানুষের কপাল পুড়লে ভূলতায় ফায়ার সার্ভিস ক্যাম্প হবে”।
নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত বানিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকা হলো রূপগঞ্জের ভুলতা গাউছিয়া। এখানে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ গাউছিয়া মার্কেট সহ ছোট বড় ২৬ টি শপিংমল,রয়েছে ৩০ টির মত ব্যাংকের শাখা। ছোট বড় কাঁচা বাজার সহ ৬ টি হসপিটাল। সব কিছু মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষের বসবাস। এত কিছু থাকা সত্বেও নেই একটি ফায়ার সার্ভিস স্টেশন। যে কোন অগ্নি দূর্ঘটনায় অনেক ক্ষয় ক্ষতি পারে যেমনটা হয়েছে গতকাল রাতে গাউছিয়া ৩ কাঁচা বাজারে । দূর অতীতে সেজান জুস অগ্নি কান্ডের ভয়াবহতা সহ আগে পরে অনেক বার ভুলতায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের জন্য এলাকাবাসী অনুরোধ করেন। কিন্তু কোন ফলাফল হয়নি। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এলাকা হিসেবে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন অতি জরুরী বর্তমান সংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় এবং রূপগঞ্জ নির্বাহী অফিসার এর সুদৃষ্টি কামনা করি। এই দাবি আমাদের অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত নতুন ফায়ার সার্ভিস স্টেশন গাউছিয়ার আশে পাশে নির্মাণ করা না হয়।

















