
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে পোল্ট্রি ফিড কারখানার ভিতরে ট্রাক চাপায় আমিরুল ইসলাম (৪৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শ্রমিক । মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার সিপি বাংলাদেশ লিমিটেড কারখানায় এ হতাহতের ঘটনা ঘটে । নিহত আমিরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা জঙ্গলপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে । আহত রজব আলীকে ঢাকার পঙ্গু হাসপাকালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ধামাচাপা দিতে নিহতের মরদেহ রাতেই সিরাগঞ্জ পাঠিয়ে দিয়েছে কারখানার কর্তৃপক্ষ ।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা জাবেদ বারকি জানান, ঠিকাদার মো.হারিছ মিয়ার কর্মী হিসেবে ওই কারখানায় কর্মরত রাত তিনটায় ওই শ্রমিক কারখানার ভিতরেই ঘুমাচ্ছিল । হঠাৎ মালবোঝাই ঢাকা মেট্রো-ট -১৫১৬৩৩ ট্রাক ওই শ্রমিকদের উপর উঠিয়ে দেয় চালক । এতে ঘটনাস্থলেই আমিরুল মারা যায় এবং গুরুতর আহত শ্রমিক রজব আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতের মরদেহ স্বজনদের মাধ্যমে রাতেই গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, দুঘর্টনা জনিত কারণে মারা গেলে ময়না তদন্ত করতে হয়। কিন্তু সিপি কারখানা কর্তৃপক্ষ থানা পুলিশকে না জানিয়েই লাশ পাঠিয়ে দিয়েছে ।