
সাকিব ফারহান
কুমারখালী, কুষ্টিয়া,প্রতিনিধি।।
কুষ্টিয়া কুমারখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সবুজ(৩০) নামে এক ইন্টারনেট সংযোগকারীর মৃত্যু হয়েছে।
নিহত সবুজ মোল্লা(৩০) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের সময় নিহত সবুজ কেসি টিভি নামে একটি প্রতিষ্ঠান ওয়াইফাই লাইন মেরামতের জন্য আলাউদ্দিন নগরে আসেন।মেরামতের উদ্দেশ্যে আলাউদ্দিন মোড়স্থ্য বিদ্যুৎতের খাম্বাতে ওঠেন।
নিহত সবুজ বিদ্যুৎ খাম্বাতে ওঠার পরপরই খাম্বাতে বেশ কয়েকবার বিকট শব্দ হতে শোনে স্থানীয়রা।
শব্দ শোনার পর সবাই ছুটে এসে দেখা সবুজ তারের সঙ্গে পেচিয়ে খাম্বাতে ঝুলে আছে এবং সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট।
কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার বসেই এই দুর্ঘটনা।কুষ্টিয়া ও কুমারখালীর দুইটা ইউনিট লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।