
ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
ঝিনাইদহে ডিজেল, কেরোসিন, সয়াবিন, এলপিজি গ্যাসসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার (০৬ই নভেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড শহিদুল এনাম পল্লব, যুব ইউনিয়ন জেলা শাখার নেতা আবু তোয়াব অপুসহ প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি বৃদ্ধি হওয়া জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রুত তা আগের দাম নির্ধারণ করার দাবি জানান। এ দাবি মানা না হলে হরতালের মত কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।