
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বুধবার সকালে শপথ গ্রহণ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশণার কেএম মাসুদুজ্জামান, কালিয়াকৈর পৌরসভা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে মেয়র-কাউন্সিলরদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। শপথ গ্রহন পরবর্তি প্রতিক্রিয়ায় মেয়র মজিবুর রহমান উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্যে বলেন, সামনে অনেক কাজ রয়েছে।
পরিকল্পনা অনুসারে পানি সরবরাহ, ষ্টেডিয়াম, খেলার মাঠ, রাস্তা-ঘাট, কবরস্থান নির্মানসহ নানারকম উন্নয়ন কাজ করা হবে। তিনি এসব কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ইভিএমএর মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান মেয়র মজিবুর রহমান ছাড়াও ৯ জন কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নির্বাচিত হন। মেয়র মজিবুর রহমান এর আগে ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনেও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।